
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
নবজাতকদের জন্য বিশেষায়িত ইউনিট চালু করলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:০৩ এএম

নবজাতকদের জন্য বিশেষায়িত ইউনিট চালু করলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম
শিল্পনগরী নারায়ণগঞ্জে নবজাতকদের জন্য প্রথমবারের মতো চালু হলো চার শয্যার বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট — Special Care Newborn Unit (SCANU)। এর ফলে আর প্রিম্যাচিউর, কম ওজন, শ্বাসকষ্ট বা জন্ডিসে আক্রান্ত নবজাতকদের চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় ছুটতে হবে না অভিভাবকদের।
দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এমন ইউনিট না থাকায় স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর মানবিক ডিসি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতিশ্রুতি দেন—সাত দিনের মধ্যেই এমন একটি ইউনিট চালু করা হবে। কথা রেখেই বুধবার (৮ মে) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) ইতিহাসে প্রথমবারের মতো এই ইউনিট উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও সেবাপ্রার্থীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক আগেই SCANU ইউনিটের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করেছিল। কিন্তু অবকাঠামোগত সমস্যা ও কার্যকর উদ্যোগের অভাবে ইউনিটটি চালু করা যাচ্ছিল না। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সরাসরি হস্তক্ষেপ ও নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করা হয় অবকাঠামো এবং নিযুক্ত করা হয় দক্ষ জনবল।
ডা. জহিরুল ইসলাম জানান, “জেলা প্রশাসক মহোদয়ের সক্রিয় উদ্যোগ ও তত্ত্বাবধানে আজ নবজাতকদের জন্য বিশেষায়িত ইউনিট চালু সম্ভব হয়েছে। এখন আর চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।”
সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, “এই ইউনিট চালুর ফলে নারায়ণগঞ্জের নবজাতকরা সহজে ও স্বল্প খরচে মানসম্পন্ন চিকিৎসা পাবে। জেলা প্রশাসক কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা শুরুর নির্দেশনাও দিয়েছেন, যা দ্রুত চালুর প্রস্তুতি চলছে।”
জেলা প্রশাসক বলেন, “নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় এই ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ এবং নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতে এটি একটি মাইলফলক।”
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তিনি সাত দিনের মধ্যে এই ইউনিট চালুর ঘোষণা দিয়েছিলেন, যা আজ বাস্তবায়িত হলো।