
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৩ এএম
গাজীপুরের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০১:২৫ এএম

শ্রীপুর উপজেলায় গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করার মামলায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
বুধবার দুপুরে উপজেলার গোসিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
গ্রেপ্তারকৃত শাহীন (৪৫) গোসিঙ্গা গ্রামের বাসিন্দা ও জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “সাইদুর রহমান শাহীনকে একটি চলমান মামলার ভিত্তিতে গোসিঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।”