
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম
ঋণের চাপে গৃহবধুর আত্মহত্যা

বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:১৪ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়ার কাহালু উপজেলায় ঋণের চাপে এক গৃহবধু বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধুর নাম সুচিত্রা রাণী (২৮) । তিনি ওই গ্রামের গৌড়চন্দ্রের স্ত্রী। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা জানান, সংসারে ঋণের বোঝা থাকায় ঘটনার দিন সুচিত্রা রাণী স্বামী গৌড়চন্দ্রের সঙ্গে ঝগড়ায় জড়ান। ঝগড়ার পর গৌড়চন্দ্র মাঠে কাজ করতে গেলে সুচিত্রা বাড়ির সকলের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান। পরে যন্ত্রণায় ছটফট করতে থাকলে গৌড়চন্দ্রের মা সাধিকা রাণী বিষয়টি টের পেয়ে সুচিত্রাকে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই শফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধুটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।