
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০২:৪৯ পিএম

এনসিপি নেতা রাইয়ান কাশেম ও তার বাবা এবি পার্টি কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেম।
কক্সবাজার সদরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা রাইয়ান কাশেমকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় রাইয়ানের বাবা, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেমসহ ছয়জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন—রাইয়ান কাশেম (৩০), তার চাচা তানভীর কাশেম (৫০), মোহাম্মদ আনোয়ার (৫০), জাহাঙ্গীর কাশেম (৬০), মোহাম্মদ হোছাইন ওরফে হোছেন (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে মিজান (১৯)। এর মধ্যে রাইয়ান কাশেম, হোছাইন ও মিজান আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।
পুলিশ জানায়, রোববার (৪ মে) মধ্যরাতে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা হ্যাচারিতে মাছ চুরির অভিযোগে আলী আকবর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত আলী আকবর খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা।
নিহতের পরিবার অভিযোগ করেছে, জমি বিরোধের জেরে তাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির সময় আলী আকবর ধরা পড়লে, নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালান। আত্মরক্ষায় পাল্টা প্রতিরোধে তার মৃত্যু হয়।
এদিকে মামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে কক্সবাজার শহরে মশাল মিছিল করেছে এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা মামলা প্রত্যাহার ও রাইয়ানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রধান সড়ক অবরোধ করেন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।