
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম
পদ্মায় ধরা পড়ল ২২ কেজির পাঙাশ, বিক্রি ৪০ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০১:৩১ এএম

ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ, যার ওজন ২২ কেজি। মঙ্গলবার (৬ মে) বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য রফিক হালদার যোগাযোগ করেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে। পরে তিনি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা হিসাবে ৩৭ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। বিশাল পাঙাশটি দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের শাহজাহান শেখের নিজস্ব আড়তে আনা হলে তা দেখতে ভিড় করেন উৎসুক জনতা ও অন্যান্য ব্যবসায়ীরা।
ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘অনেক দিন পর পদ্মায় এত বড় পাঙাশ পেলাম। মাছটি খুবই টাটকা ছিল, তাই ভালো দামে কিনে নিয়েছি।’ তিনি আরও জানান, ঢাকায় এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মাছটি মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। এতে তিনি ২ হাজার ২০০ টাকা লাভ করেন।
রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা নদীতে এখন প্রায়ই জেলেদের জালে বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে, যা জেলেদের মুখে হাসি ফোটাচ্ছে এবং স্থানীয় বাজারেও চাঞ্চল্য সৃষ্টি করছে।