
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০১:০৭ এএম
নারায়ণগঞ্জে তিতাসের অভিযান : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০১:২৬ এএম

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে অবৈধভাবে ব্যবহার করা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়।
সোনারগাঁওয়ের রূপসী ফেব্রিক্স কমপ্লেক্স চত্বরে ২ ইঞ্চি সার্ভিস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি, বয়লার রানের মিটারের আগেই একটি পয়েন্ট থেকে গ্যাস নেওয়ার প্রমাণ পাওয়া গেলে উভয় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এছাড়া ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় মেসার্স বন্ধন স্টিল ওয়ার্কস নামক একটি রোলিং মিলেও অবৈধভাবে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়া যায়। মিলের দুটি মোল্ডিং ভাট্টিতে চারটি বার্নার এবং একটি গ্যালভানাইজিং হিট ট্রিটমেন্ট ইউনিটে তিনটি বার্নারের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৪,৬০০ ঘনফুট গ্যাস ব্যবহৃত হচ্ছিল। ঘটনাস্থলেই সংযোগ বিচ্ছিন্ন করে উৎসস্থলে কিলিং করা হয় এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
একই এলাকায় হাবিবা বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, একটি রোটারি রেক ওভেনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০০ ঘনফুট গ্যাস ব্যবহার করা হচ্ছিল অবৈধভাবে। সংযোগ বিচ্ছিন্ন ও উৎসস্থলে কিলিং করা হলেও মালিক না থাকায় কোনো আর্থিক দণ্ড দেওয়া সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটি প্রতি মাসে ২,১২০ ঘনমিটার গ্যাস ব্যবহার করতো, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৪ হাজার ৬৭১ টাকা।