
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:৫৩ এএম
পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৩:০১ পিএম

ফাইল ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন স্কুলছাত্রী। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত তিনজন হলেন—চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। প্রত্যেকেই একই স্কুলের শিক্ষার্থী এবং একে অন্যের সহপাঠী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়া এলাকায় বজ্রপাতের শিকার হয় তারা। বজ্রাঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বর্ষাও মারা যান।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠীদের মাঝে শোকের মাতম দেখা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।