
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০২:২৮ এএম
বগুড়ায় আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৪১ এএম

ছবি : সংগৃহীত
বগুড়ায় আওয়ামী লীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস. এম. মিল্লাতকে আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা।
সোমবার (৫ মে) সন্ধ্যায় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জলেশ্বরীতলা সড়ক হয়ে হেঁটে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যান এনসিপির নেতারা।
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডা. মিল্লাতকে এনসিপির নেতাকর্মীরা আমাদের কাছে হস্তান্তর করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।” এছাড়া তিনি জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি এবং বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন বলে জানান ওসি। তার বিরুদ্ধে মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী দাবি করেছেন, “ডা. মিল্লাত একজন শক্ত অবস্থানের আওয়ামী লীগ নেতা। তিনি ছাত্রলীগকে আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের কাজ করছেন। অতীতে বিএনপি-জামায়াত ঘরানার হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি ভারতঘেঁষা রাজনীতির প্রবক্তা দীলিপ রায়ের ঘনিষ্ঠ বলেও অভিযোগ তুলেছেন তিনি।”