
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১১:১২ এএম
জামায়াতের নাম ভাঙিয়ে বাঁচতে চাইলেন কৃষক লীগ নেতা, শেষ রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৩১ এএম

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পৌর কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মুন্সি। তবে গ্রেপ্তারের সময় নিজের আওয়ামী লীগ পরিচয় আড়াল করতে গিয়ে তিনি নিজেকে জামায়াত কর্মী বলে দাবি করেন। পুলিশের তদন্তে তার এই বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন সোমবার (৫ মে) তাকে আদালতে তোলা হয়। আবুল কাশেম নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিপাশা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় পুলিশকে তিনি জানান, পাঁচ মাস আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। কিন্তু বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে পুলিশ জানতে পারে, জামায়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বরং তিনি স্থানীয় কৃষক লীগের শীর্ষ নেতা।
নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বিষয়টি স্পষ্ট করে বলেন, “আবুল কাশেম কখনোই আমাদের সংগঠনের কেউ ছিলেন না। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যা পরিচয় দিচ্ছেন।”
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “গ্রেপ্তার এড়াতে আবুল কাশেম জামায়াতের সদস্য পরিচয় দিলেও তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”