Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪:২৩ পিএম

রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি : রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের মদনপুর থেকে গাউছিয়া হাইওয়ের মাঝে গোলাকান্দাইল ভূমি অফিস থেকে গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সড়ককে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি করেছেন এলাকাবাসী,শিক্ষার্থী ও জনপ্রতিনিধি। সোমবার দুপুরে  উপজেলার গোলাকান্দাইল হাটের সামনে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া,ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া,মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার,একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লাসহ অনেকে। 

এ সময় বক্তারা বলেন,রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি ও পথচারী পারাপার হয়। আশেপাশে স্কুল, মাদরাসাসহ ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পাড়াপাড় হতে হয় । তাছাড়া বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস থাকায় অত্যন্ত ব্যস্ত এ সড়ক।  সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস ছাড়াই গুরুত্বপূর্ণ এ সড়কে নির্মাণ কাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। তা না হলে বড় ধরনের কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন বক্তারা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন