Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টা কর্ম বিরতি

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪:১৪ পিএম

কক্সবাজারে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টা কর্ম বিরতি

ছবি : কক্সবাজারে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টা কর্ম বিরতি

কক্সবাজারে বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীরা সোমবার দুই ঘন্টা কর্ম বিরতি পালন করেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এই কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আহবানে সারা দেশের ন্যায় কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজারের সকল আদালত ও ট্রাইব্যুনালে এ কর্মবিরতি পালন করা হয়। 

কর্মবিরতি চলাকালে কক্সবাজার জেলা জজ আদালত চত্বর ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত চত্বরে বিচার বিভাগীয় কর্মচারীদের অনুষ্ঠিত পৃথক ২ টি সমাবেশে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি বেদারুল আলম, জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী, জেলা উপদেষ্টা নজরুল ইসলাম ও শহীদুল্লাহ, সহ সভাপতি মো: শামিম, দেলোয়ার হোসেন ও মো: রুকন উদ্দিন, কর্মচারী নেতা মাহমুদুল হাসান নোমান, স্টেনোগ্রাফার বাবুল বড়ুয়া, উত্তম কুমার দে, সিজেএম আদালতের স্টেনোগ্রাফার মুঃ নেছারুল হক, হিসাবরক্ষক রোকন উদ্দিন, প্রধান তুলনাকারক গোলাম সরোয়ার, প্রসেস সার্ভার জাবেদুর রহমান প্রমুখ। উভয় সমাবেশে কক্সবাজার বিচার বিভাগে কর্মরত সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের জন্য পৃথক কোডের আওতায় বিচার বিভাগীয় সচিবালয় গঠন এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতার সুযোগ প্রদান—এই দুই প্রধান দাবি পূরণে জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৩ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, ২০২৪ সালের ১১ ডিসেম্বর বিচার বিভাগ সংক্রান্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করা সত্বেও সরকারিভাবে দাবি বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা আশ্বাস না পাওয়ায় কর্মচারীরা বাধ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে ২ ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছেন। সহসায় দাবি পূরণ নাহলে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন