
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম
সাভারে বিষপানে ছাত্রীর আত্মহত্যা, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:২৯ এএম

ছবি : সংগৃহীত
ঢাকার সাভারের আশুলিয়ায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) সকাল ৯টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুরাইরার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
হুরাইরার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে। তিনি আনিসুজ্জামানের মেয়ে।
পরিবারের দাবি, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরের সঙ্গে হুরাইরার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। গত শুক্রবার কাদের নিজেই তাকে কিশোরগঞ্জ থেকে সাভারে নিয়ে আসেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ হুরাইরার অসুস্থতার খবর দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে গেলেও তখন চিকিৎসকরা হুরাইরাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সম্পর্কজনিত বিরোধের কারণে মানসিক চাপে পড়ে হুরাইরা বিষ জাতীয় কিছু গ্রহণ করে থাকতে পারে।
সাভার মডেল থানার এসআই অটল বিহারী বিশ্বাস বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।