
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০১:৩২ এএম
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
রোববার (৪ মে) রাতে এই আটকের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।
আটককৃতরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
ডিসি রবিউল হাসান জানান, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পেছন দিক থেকে এসে হামলা চালায়। এতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়। ঘটনার সময় গাড়িতে হাসনাত আব্দুল্লাহ না থাকলেও চালক উপস্থিত ছিলেন এবং তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, হামলার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন। সেই অনুযায়ী অভিযানে অংশ নিয়ে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। হামলার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।