
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৭ এএম
বগুড়ায় সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট, ফটো সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:২৪ পিএম

আব্দুল ওয়াহেদ ফকির
বগুড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক ফটো সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল ওয়াহেদ ফকির (৪০)। তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার মালিকানাধীন দৈনিক মুক্ত জমিন-এ ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন।
শনিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর রবিবার (২৮ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন।
পুলিশ জানায়, অভিযুক্ত সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু ধর্মের দেবদেবী, বিশেষ করে কালী ও শ্রীকৃষ্ণকে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যসহ একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ধর্মীয় সম্প্রদায়ের মাঝে উত্তেজনা সৃষ্টি করে এবং স্থানীয়ভাবে ক্ষোভের জন্ম দেয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের বাসিন্দা পলাশ কুমার মহন্ত বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ধর্মীয় সহনশীলতা বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।