Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০২:৪৭ পিএম

বগুড়ায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়ায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে মাছের খাদ্যবোঝাই চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতেশেরপুর, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— মো. ফারুক (৪৫), মো. হাশেম আলী ওরফে বাবু (৪৪) এবং মো. আবু বক্কার সিদ্দিক (৪২)। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, বাদী মো. সাদেকুল ইসলাম সাদেক ও আসামি হাশেম আলী যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের ট্রাকটি কিনেছিলেন। হাশেম ট্রাকটির চালক এবং আবু বক্কার সিদ্দিক হেলপার হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ২৯ এপ্রিল সকালে ট্রাকটি নন্দীগ্রামের একটি ফিড মিল থেকে প্রায় ১৩ লাখ টাকার মাছের খাদ্য (১৪ টন) বোঝাই করে শেরপুরে রওনা দেয়। সকাল সাড়ে সাতটার দিকে ট্রাকটি শেরপুর পৌরসভার ধুনট মোড়ের ট্রাক টার্মিনালে পৌঁছে। সেখানে ড্রাইভার বাবু জানায়, হেলপার সিদ্দিক আদালতে সাক্ষী দিতে যেতে পারবে না, তাই একজন নতুন সহকারী মো. জিয়াকে দায়িত্ব দিয়ে সে নিজ বাড়িতে যায়। দুপুরে ফিরে এসে হাশেম আলী ট্রাকটি ও তাতে থাকা মালামাল খুঁজে না পেয়ে বিষয়টি বাদীকে জানায়। বাদী থানায় অভিযোগ করেন।

তিনি আরও জানান,  মামলার তদন্ত কর্মকর্তা এসআই  আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন। পরে শেরপুর, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর আত্রাই থানার সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।

ওসি শফিক জানান,  গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধভাবে মাছের খাদ্যসহ ট্রাকটি চুরি করে গোপনে বিক্রি করেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন