
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০২:২৮ এএম
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০২:১৩ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল সকাল ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুট গুদাম থেকেই আগুনের সূচনা হয়েছে, যা আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।