
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
সুনামগঞ্জে খনিজ বালি চুরির ঘটনায় ট্রলিসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০১:২১ এএম

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে খনিজ বালি চুরির ঘটনায় চারজনকে ট্রলি ও বালিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) তাদেরকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বিশ্বম্ভরপুর উপজেলার পূর্ব কাছিরগাতি গ্রামের আব্দুল মান্নান, নবী নুর, রহমত আলী ও মনির হোসেন।
ঘটনার বিষয়ে তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কাদের নিশ্চিত করেন যে, বৃহস্পতিবার সীমান্তঘেঁষা খাস খতিয়ানভুক্ত ও ইজারাবিহীন একটি পরিত্যক্ত জমি থেকে অবৈধভাবে খনিজ বালি উত্তোলন করে তারা তাহিরপুরে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বালিভর্তি ট্রলিসহ চারজনকে আটক করে।
পুলিশ জানায়, জব্দ করা ট্রলি ও খনিজ বালির বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে।