
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০১:২০ এএম
নববধূকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী।
ভুক্তভোগী নারীর নাম জান্নাতি বেগম (২৫)। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের আবু শাহিনের (৩২) স্ত্রী। পারিবারিক কলহের জেরে জান্নাতি শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে জান্নাতি উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী আবু শাহিন তাঁকে শহরের ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে শেরপুরের শুবলি-চাঁনপুর গ্রামের একটি নির্জন স্থানে যান। সেখানে আবু শাহিন ও তার পরিবারের আরও দুই সদস্য মিলে জান্নাতির মুখ বেঁধে নির্যাতন চালান। জ্বলন্ত সিগারেট দিয়ে তার ডান হাতে অন্তত ১৫ বার ছ্যাঁকা দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে দুই বাহু ও বুকে আঘাত করা হয়।
পরে দৌড়ে তিনি চানপুর গ্রামের একটি দোকানের সামনে গিয়ে আশ্রয় নেন। স্থানীয়দের সহায়তায় তাঁর বাবা আজিজুল শেখ তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, জান্নাতি বেগমকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শুক্রবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ভুক্তভোগীর বাবা আজিজুল শেখ বলেন, পাঁচ মাস আগে জান্নাতির বিয়ে দিই। জামাতাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে জানতে পারি, শাহিন আগে থেকেই বিবাহিত। এসব কারণেই জান্নাতি শহরে ভাড়া বাসায় থাকতেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আবু শাহিন বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের পরিবারকে হয়রানি করার জন্য এমনটি করা হচ্ছে। তিনি বর্তমানে শেরপুরের বাইরে রয়েছেন বলে জানান।