
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৪ এএম
সাবেক কৃষিমন্ত্রীর পিএস আল-আমিন টাঙ্গাইলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৫, ০১:০৩ এএম

আল-আমিন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে মধুপুর থানা পুলিশ।
৩৫ বছর বয়সী আল-আমিন ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর পুত্র।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরমানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আল-আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
আটকের পর আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার (২ মে) তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।