BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ এএম

Swapno

সারাদেশ

আওয়ামী লীগ প্রশ্নে এক ইঞ্চি ছাড় নয় : নুরুল হক নুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:৩৯ পিএম

আওয়ামী লীগ প্রশ্নে এক ইঞ্চি ছাড় নয় : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আওয়ামী লীগ ইস্যুতে কোনও আপসের জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “আমরা ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করি না। আন্দোলনের মূলে রয়েছে জনগণের অধিকার এবং রাষ্ট্রের স্বার্থ। তাই আওয়ামী লীগ নিয়ে আমরা এক চুলও ছাড় দেব না।”

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “আমি এবং গণঅভ্যুত্থান আন্দোলনের অংশীদার অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো একমত—নির্বাচন কবে হবে তা আমরা জানি না, কিন্তু রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। দেশপ্রেমিক মানুষ হিসেবে নোবেলজয়ী ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা আছে, তবে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের আশাবাদী করছে না। আমাদের স্পষ্ট অবস্থান—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। কোনো সরকারকেই এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না, যা দেশকে বিপদে ফেলতে পারে।”

রাখাইন রাজ্যের নামে প্রস্তাবিত মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, “কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যে সহায়তা পাঠানোর পরিকল্পনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সরকারকে এখানেই স্পষ্টভাবে থামতে হবে। এক পাও আগাতে দেওয়া যাবে না।”

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন নুর। তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের নামে দেশে এত হত্যাকাণ্ড, পঙ্গুত্ব আর নির্যাতন চালানো হয়েছে—তারপরও তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের কোনো উদ্যোগ নেই। এই সরকারকে আমরা সাফ জানিয়ে দিচ্ছি—গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তাদের সহযোগী সংগঠনগুলোর সম্পদ বাজেয়াপ্ত করে তা আহত ও নিহতদের পরিবারদের জন্য ব্যয় করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান আমাদের মধ্যে এক জাতীয় ঐক্য গড়ে তুলেছে। এই ঐক্য ভাঙলে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন করে হুমকিতে পড়বে। তখন একটি ভারতপন্থী দালাল গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদসহ বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ গণঅধিকার পরিষদ নুরুল হক নুর

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com