Logo
Logo
×

সারাদেশ

সরাইলে গ্রামবাসীর সংঘর্ষে ইউএনও ও ওসিসহ আহত ২০

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:৫৭ পিএম

সরাইলে গ্রামবাসীর সংঘর্ষে ইউএনও ও ওসিসহ আহত ২০

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চানমনি পাড়ায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) রাতের দিকে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত নিয়ে স্থানীয়দের বক্তব্য ও পুলিশের বক্তব্যে রয়েছে ভিন্নতা।

স্থানীয়দের দাবি, সন্ধ্যায় চানমনি পাড়া গ্রামের হালেমা বেগম ও তার ছেলে সাইফুল ইসলাম হাঁটার সময় মোগলটুলা গ্রামের তৌহিদুল ইসলামের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান। পরে তা দুই গ্রামের সংঘর্ষে রূপ নেয়।

তবে পুলিশের পক্ষ থেকে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, মাস দুয়েক আগে মোবাইল চার্জার কেনা নিয়ে যে বিরোধের সূত্রপাত হয়েছিল, সেটির জেরেই এই সংঘর্ষ ঘটে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ইউএনও মো. মোশাররফ হোসেন ও ওসি মো. রফিকুল হাসানসহ পুলিশের অনেক সদস্য আহত হন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পর থেকে গ্রাম দুটির বাসিন্দারা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন