
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
বেগমগঞ্জে যুবদল কর্মী গুলিতে নিহত, আহত ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬ এএম

যুবদল কর্মী মো. শাকিল
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মো. শাকিল (২৮) নামে এক যুবদল কর্মী প্রাণ হারিয়েছেন। তার ছোট ভাই শুভ (২৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শাকিলসহ কয়েকজন যুবক ইসলামিয়া মার্কেটের সামনে চা পান করছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। শাকিলসহ অন্যরা বাধা দিলে হামলাকারীরা শাকিলের ওপর গুলি চালায় এবং তার ভাই শুভকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
স্থানীয়রা আহত দুই ভাইকে দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর জনতা ধাওয়া করে তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়।
এ ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক তিন সন্ত্রাসীকে হেফাজতে নেয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে, যা উদ্ধারের অভিযান চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।