
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম
বাঞ্ছারামপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪২ পিএম

ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক প্রাণ হারিয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর-মরিচাকান্দি বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন চর-মরিচাকান্দি বিলপাড়ার বাসিন্দা মানিক মিয়া (৬০), পিতা মৃত কালাগাজী। আহত হন একই গ্রামের আহসান উল্লার ছেলে হানিফ মিয়া (৬৫)।
স্থানীয়রা জানান, দুপুরে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা। এতে দুজনই মারাত্মকভাবে দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হানিফ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।