
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম
স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম না থাকায় সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩২ পিএম

ছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলার চৌকিদার কান্দি গ্রামে গোখরো সাপের কামড়ে কামরুল ইসলাম চৌকিদার (৩৮) নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরুল ইসলাম সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং শিগগিরই আবার সেখানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের স্ত্রী শিলা বেগম জানান, বিকেলে বৃষ্টির পর বাড়ির পানি নিষ্কাশনের পাইপটি ময়লা জমে বন্ধ হয়ে যায়। পাইপ পরিষ্কার করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরো সাপ কামরুলের হাতে ছোবল মারে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে অ্যান্টিভেনম না থাকায় দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।