
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম
নারায়ণগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধর করা ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়া চর গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে বাবাকে মারধরের ঘটনায় এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী আব্দুর রহিম (৭০) নিজেই অভিযুক্ত সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। সোমবার (২৮ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে তার ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান।
পুলিশ জানায়, রোববার দুপুরে বাড়ির সামনের রাস্তায় বৃদ্ধ আব্দুর রহিমকে রাস্তায় ফেলে লাথি ও ঘুষি মেরে গুরুতর আহত করে তার দুই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম এবং মেয়ে হালিমা আক্তার। ঘটনার পর আব্দুর রহিম মারাত্মক রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।
ওসি মফিজুর রহমান আরও জানান, জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখমের অভিযোগে জহিরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।