
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩২ এএম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য আবেদন করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক যানবাহন ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।