
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম
টেকনাফে পু্লিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ অপহরণকারি আটক

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি : পু্লিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ অপহরণকারি আটক
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানের মুখে অপহৃতকে’ ছেড়ে পালানোর সময় অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রোববার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া এলাকায়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, আটক মো. রিদুয়ান (২০) হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। অপহৃত ভুক্তভোগী মো. ফরিদুল উল্লাহ (৪৩) একই ইউনিয়নের দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।
ওসি গিয়াস উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদুল উল্লাহ ফসলি খেত পার হয়ে বাড়ি ফিরছিলেন, এ সময় একটি সশস্ত্র দল তাকে জিম্মি করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। রাতেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। রোববার রাতে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া এলাকায় অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃতকে মুক্তি দেয়। পালানোর চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক রিদুয়ান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক কারবার ও সংঘবদ্ধ অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।