
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
পটুয়াখালীর তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, বড় ধরনের ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৩ এএম

ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র (আরএনপিএল)-এর স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রায় ২০ একরজুড়ে ছড়িয়ে থাকা স্ক্র্যাপ শেড থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের প্রচণ্ড লেলিহান শিখায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেডে থাকা হাজার হাজার টন লোহা, লক্করসহ মূল্যবান সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ১৩ থেকে ১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া বলেন, মূল বিদ্যুৎকেন্দ্র অক্ষত রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন জানান, মূল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে দুর্ঘটনার স্থানের দূরত্ব ছিল অনেক। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেও মাঝে মাঝে কিছু অগ্নিকণা দাউ দাউ করে জ্বলছে, তাই সতর্কতার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।