
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:৫৩ এএম
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে মাদ্রাসা সুপারকে ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৬ এএম

মো. আবদুল হালিম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে মো. আবদুল হালিম (৪৮) নামের এক শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে। দণ্ডপ্রাপ্ত আবদুল হালিম উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার।
কেন্দ্র সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠানোর চেষ্টা করেন আবদুল হালিম। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ধরে ফেলেন এবং তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।