
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম
রাজবাড়ীতে দুর্বৃত্তদের হাতে কৃষকের স্বপ্ন ধ্বংস, ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫১ এএম

ছবি : সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলার পারডেমরা মারা গ্রামের কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক চরম হতাশায় ভেঙে পড়েছেন। কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে তিন বছর আগে বাবার ১৫ একর জমিতে মিশ্র ফলের খামার গড়ে তুলেছিলেন তিনি। তবে দুর্বৃত্তদের হামলায় সেই স্বপ্ন এখন ভস্মীভূত।
ভুক্তভোগী সালাউদ্দিন আহম্মেদ হিরক জানান, চাকরির পেছনে না ছুটে তিনি পড়ালেখা শেষে কৃষিকেই পেশা হিসেবে গ্রহণ করেন। গড়ে তুলেছিলেন একটি বিশাল ফলের খামার। পাঁচ একর জমিতে রোপণ করেছিলেন প্রায় ৪০০ পেঁপে, ১০০ পেয়ারা এবং ১০০ আমগাছ। তাঁর স্বপ্ন ছিল কয়েক লাখ টাকার ফল উৎপাদন করে সফল উদ্যোক্তা হওয়ার।
কিন্তু এক রাতে দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালিয়ে সমস্ত ফলজ গাছ কেটে ফেলেছে। সকালে মাঠে গিয়ে হিরক দেখতে পান—গাছগুলোর গোড়া কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘‘আমার সব শেষ হয়ে গেল। আমি চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানাচ্ছি, যাতে আবার নতুন করে শুরু করতে পারি।’’
ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘‘উপজেলা প্রশাসন থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সালাউদ্দিন আহম্মেদ হিরক প্রকৃতপক্ষে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার খামারটি ১৫ একর জমিতে বিস্তৃত হলেও, বিশেষ করে পাঁচ একরের ফলগাছগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।’’