
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১০:১৯ এএম
দিনাজপুরে শুরু ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরোনো বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:০৭ এএম

ছবি : সংগৃহীত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমকালো আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দুই শতাব্দী পুরোনো বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। শনিবার (২৬ এপ্রিল) মেলাবাড়ী মাঠে আনুষ্ঠানিকভাবে পক্ষকালব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা কমিটির সভাপতি মো. আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম এবং ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামান সরকার, আলাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের নেতা হাফিজুর রহমান হাফিজ ও মেলার ইজারাদার শফিকুল ইসলাম শফি প্রমুখ।
মেলাকে ঘিরে মেলাবাড়ী এলাকায় বসেছে জমজমাট গ্রামীণ উৎসব। দোলনা, নাগরদোলা, সার্কাস, খাবারের দোকান ও নানা ধরনের খেলার আয়োজনের মাধ্যমে মেলায় প্রাণের ছোঁয়া লাগিয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মেলার মাঠ।
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজনও ছিল মেলার বিশেষ আকর্ষণ। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দর্শনার্থীরা উপভোগ করেছেন ঘোড়ার দৌড়ের এই রোমাঞ্চকর দৃশ্য।
ভগবতীপুর গ্রামের ঘোড়া ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, তিনি ১৯৯৪ সাল থেকে এ মেলায় ঘোড়া বিক্রি করছেন। এ বছর তিনি দুটি ঘোড়া নিয়ে এসেছেন, যার মূল্য ধার্য করেছেন ৪৫ থেকে ৫০ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ১৫ থেকে ২০ হাজার টাকায় দরদাম করছেন। কম দামে বিক্রি না হলে ঘোড়া বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
নওগাঁর ধামইরহাট সদরের শামসুল আলম জানান, সাতটি ঘোড়া নিয়ে এসেছেন মেলায়, যার দাম নির্ধারণ করেছেন ৭ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। এখন পর্যন্ত একটি ঘোড়াও বিক্রি করতে পারেননি।
বিরামপুরের আছমান আলী জানান, তিনি ১৯৮৫ সাল থেকে মেলায় অংশ নিচ্ছেন। এ বছর একটি ঘোড়া এনেছেন যার দাম চেয়েছেন দেড় লাখ টাকা। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮৫ হাজার টাকার প্রস্তাব পেয়েছেন।
হাকিমপুরের আব্দুল কাহের বলেন, ৫৩ বছর ধরে এই মেলায় ঘোড়ার ব্যবসা করে আসছেন। এ বছর তিনি দুটি ঘোড়া তুলেছেন, যার একটি ১৮ হাজার টাকায় বিক্রি করেছেন এবং অন্যটি এখনও বিক্রির অপেক্ষায় রয়েছে।
আলাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দছিম উদ্দিন মণ্ডল বলেন, বুড়া চিন্তামন মেলা দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত। মেলা শুরুর আগেই দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা ঘোড়া নিয়ে আসেন। প্রতি বছর বৈশাখ মাসে এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের অব্যাহত চাপে এই মেলার প্রাণশক্তি হারিয়ে গিয়েছিল। এবার মুক্ত পরিবেশে মেলা আয়োজিত হওয়ায় সবাই উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন। মেলার ঐতিহ্য রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল জানান, মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সদস্যরা সতর্ক নজরদারিতে রয়েছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী বলেন, জেলা প্রশাসনের অনুমোদনপ্রাপ্ত এই মেলা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি করা হচ্ছে।
ঐতিহ্য আর ইতিহাসের ধারাবাহিকতায় এ মেলা এবারও ফুলবাড়ীর জনজীবনে নতুন আনন্দের আমেজ নিয়ে এসেছে।