
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৪ এএম
পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো দুই নেতাকে আর্থিক সহায়তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৩ এএম

ছবি : সংগৃহীত
সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহত এই দুই নেতা হলেন—জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও নেতা ইয়ামিন হাসান।
শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তারেক রহমানের পক্ষে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউস। তিনি তারেক রহমানকে আহত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, “বিগত সরকার আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ২,৬৯৯ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী। এছাড়া, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখের বেশি মামলা দায়ের করা হয়েছিল।” তিনি আরও বলেন, “এই দুঃসময় কেবল আমাদের নেতাকর্মীদের জন্য নয়, সাংবাদিকদের জন্যও ছিল ভয়াবহ—মাই টিভির সাংবাদিক শুভও আন্দোলনে আহত হয়েছেন।”
তিনি জানান, সাইদুর রহমানের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বক্তৃতায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এজন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপীড়িত নারী ও শিশু স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য ডা. এস এম ইউনুস আলী ও ডা. নাবিদ আলম। এছাড়াও জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আহতদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমানের প্রতি, যিনি তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।