
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ১২:৪২ এএম
ফুলবাড়ীতে সংস্কার হচ্ছে না সড়ক, ভোগান্তিতে মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম

ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটের আদর্শ মোড় থেকে তিনকোণা পর্যন্ত সাড়ে ৩০০ মিটারের সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। সড়কে কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটুপানি। এতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের ভোগান্তির যেন শেষ নেই।
সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কজুড়ে খানাখন্দ ও কাদাযুক্ত পানি। ইট-পাথর সরে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। সড়ক ধরে যানবাহন চলাচলের সময় ছিটকে পড়া পানি পথচারীদের গায়ে লাগছে। সবচেয়ে ভোগান্তিতে পড়ছে এলাকার শিক্ষার্থীরা।
এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয় বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থীকে। বাজার সংলগ্ন এলাকা হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অথচ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায়।
বালারহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এখানে বসে হাট। গরু, ছাগল, সুপারি, ধান, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ নানা জিনিসপত্রের কেনাবেচা হয়। দূরদূরান্ত থেকে হাজারও মানুষের সমাগম হলেও সামান্য ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির সময় তো দুর্ভোগ চরমে পৌঁছায়, এমনকি শুষ্ক মৌসুমেও পথচারীরা ঝুঁকিতে থাকেন। অভিভাবকরাও রয়েছেন দুশ্চিন্তায়।
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী জানান, রাস্তাটির একাংশ জেলা পরিষদ এবং বাকি অংশ এলজিইডি’র আওতায়। বেশ কয়েকবার সংস্কারের জন্য আবেদন করা হলেও এখনও কাজ শুরু হয়নি।
উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যেন দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা যায়।