
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৬ এএম

ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৫৯ বিজিবির (মহানন্দা ব্যাটালিয়ন) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সূত্রে বিজিবি জানতে পারে, সীমান্তবর্তী চকপাড়া বিওপি এলাকার একটি অজ্ঞাত স্থান ব্যবহার করে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য স্থানান্তরের চেষ্টা চলছে। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন অবস্থায় দু’জন ব্যক্তিকে দেখা যায়, যারা বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা দুটি প্লাস্টিক ক্যারেট ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ক্যারেট দুটি তল্লাশি করে পাওয়া যায় লাল টেপে মোড়ানো ৯৯টি ককটেল এবং কাচের বোতলে সংরক্ষিত ৪০টি পেট্রোল বোমা।
লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি এবং এখন পর্যন্ত কাউকে আটকও করা যায়নি। জব্দ করা ককটেল ও পেট্রোল বোমা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক এবং সক্রিয় রয়েছে।