Logo
Logo
×

সারাদেশ

শোকজের মুখে বোদা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২২ এএম

শোকজের মুখে বোদা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হলো পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। তবে দায়িত্ব গ্রহণের মাত্র চারদিনের মাথায় তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি।

বুধবার (২৩ এপ্রিল) পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

নোটিশে আব্দুল মান্নানকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে এবং সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের জানান, “দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।”

এদিকে শোকজ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, “আমি বোদা ফ্রেন্ডস ক্লাবে একটি অনুষ্ঠানে ছিলাম, যেখানে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। সেই ঘটনাকেই ঘিরে এ নোটিশ এসেছে। আমি বিষয়টি গুরুত্বসহকারে নিচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেব।”

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হন। কিন্তু দায়িত্ব গ্রহণের পর ‘সরকার সমর্থিত ব্যক্তিদের’ কাছ থেকে অভিনন্দন গ্রহণের অভিযোগে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জবাবদিহির মুখোমুখি হতে হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন