
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৩ এএম
বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম

খাইরুল বেপারী
বাবার মৃত্যুতে শোকাবহ পরিবেশের মধ্যেও নিজের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি বাদ দেয়নি বরগুনার বেতাগীর খাইরুল বেপারী। পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এই এসএসসি পরীক্ষার্থী বাবার মরদেহ বাড়িতে রেখে নির্ধারিত সময়েই পরীক্ষার হলে হাজির হয়।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল) সকালে। বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নেয় খাইরুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, খাইরুলের বাবা আমজেদ বেপারী (৬৩) ভোররাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকের ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা চিকিৎসা আনতে প্রস্তুতি নিলেও, কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। পেশায় দিনমজুর আমজেদ বেপারী বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ভাগলের পাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিন সন্তান সন্ততির মধ্যে খাইরুল সবার ছোট।
অসুস্থ বাবাকে হারানোর শোক আর চোখের জল সত্ত্বেও, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে খাইরুল পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয়। বাবার মরদেহ বাড়িতে রেখে সকালের পরীক্ষা দিতে কেন্দ্রে যায় সে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই খাইরুলের এই মানসিক দৃঢ়তা ও কর্তব্যবোধকে প্রশংসা করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, “খাইরুলের বাবার মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। তার পরীক্ষার যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ রাখা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”