
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
রোহিঙ্গা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক লেনদেন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে এপিবিএন।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমগাছতলায় এই ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম (২১) এবং আহতরা—তার বড় ভাই মো. রিদোয়ান (২৪) ও বন্ধু মো. ফারুক (২২)—সবাই একই ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাদক লেনদেনের বিরোধের কারণে স্থানীয় মুদির দোকানী মো. সালেহ নুর ইসলামকে ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে দলবদ্ধভাবে তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে নুর ইসলামের ভাই ও বন্ধু ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়।
আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় রিদোয়ান ও ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান।
পুলিশ অভিযান চালিয়ে ছৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।