
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম
নির্বাচনের জন্য আন্দোলন নয়, চাই দ্রুত সংস্কার : কুড়িগ্রামে দুদু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৮ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন আয়োজনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই, বরং দ্রুত কাঠামোগত সংস্কারের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা সম্ভব। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমে ডিসেম্বরের নির্বাচন নিয়ে কথা বললেও, পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন জুনে আয়োজনের কথা জানিয়েছেন। এ পরিস্থিতিতে বিএনপিও সংস্কার চায়, তবে বিলম্ব নয়—দ্রুত সংস্কার করে নির্বাচন আয়োজন হোক।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা শহরের দাদা মোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “৩১ দফা কোনো একক দলের দাবি নয়, বরং এটি গোটা বাংলাদেশের কাঠামোগত উন্নয়নের জন্য একটি সুসংগঠিত রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেই প্রতিশ্রুতিগুলোও সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে।”
কর্মশালাটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও নির্বাহী কমিটির সদস্য তাসভীরুল ইসলাম, সাবেক এমপি সাইফুর রহমান রানা, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক এমপি মো. উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
প্রায় ৬ শতাধিক জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতারা এতে অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
কর্মশালার শেষভাগে, বিকাল সাড়ে ৪টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।