Logo
Logo
×

সারাদেশ

মেয়ের গায়ে হলুদের দিন ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি, ভেঙে পড়েছেন বাবা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম

মেয়ের গায়ে হলুদের দিন ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি, ভেঙে পড়েছেন বাবা

গিনি হাউস জুয়েলার্স

পঞ্চগড় জেলা শহরের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে—যা ঘটেছে এক স্বর্ণ ব্যবসায়ীর মেয়ের গায়ে হলুদের দিনেই। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরবেলা শহরের গিনি হাউস জুয়েলার্সে সংঘবদ্ধ চোরচক্র এই চুরি করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, চুরির সময় দোকানের মালিক লব বণিক নিজের মেয়ের গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত ছিলেন। আনন্দঘন সেই আয়োজনের মধ্যেই রাত পেরিয়ে সকালে দোকানে গিয়ে দেখতে পান—দুটি তালা কেটে দোকানে ঢুকে লকার ভেঙে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ১১–১২ জনের একটি দল সকাল ৬টার দিকে দোকানে ঢুকে চুরি করে পালিয়ে যায়।

দিশেহারা লব বণিক জানান, “সোমবার রাতজুড়ে মেয়ের গায়ে হলুদে বাড়িতে আনন্দ করছিলাম। সকালে ভাগ্নেকে দোকান খুলতে পাঠাই। সে ফিরে এসে জানায় তালা কাটা। পরে গিয়ে দেখি—দোকান পুরো ফাঁকা। ৫০ ভরির মতো স্বর্ণালঙ্কার নেই। প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। মেয়ের বিয়ের আনন্দ যেন বিষাদে পরিণত হলো।”

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে—চোরদের অধিকাংশ মুখ খোলা ছিল, তবে তারা অপরিচিত। নিরাপত্তার ঘাটতিই বড় কারণ। এর প্রতিবাদে জেলায় আজ সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে।”

এদিকে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “চুরির খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্র শনাক্তে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনতে এবং চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।”

জুয়েলারি ব্যবসায়ী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এ ঘটনা। নিরাপত্তা বাড়ানো ও দ্রুত বিচার দাবি জানিয়েছেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন