
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
পাহাড়ি ঢলে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি, বন্যার শঙ্কা নেই

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম

কয়েকদিন আগেও যেখানে খরায় ফেটে যাচ্ছিল সোমেশ্বরী নদীর বুক, সেখানে এখন পাহাড়ি ঢলের পানিতে নদীটিতে বইছে নতুন স্রোত। সুনামগঞ্জের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়ায় হঠাৎ করেই পানিতে টইটম্বুর হয়ে উঠেছে সোমেশ্বরী নদী।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভারতের মেঘালয় রাজ্যে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি নেমে আসতে শুরু করে নদীতে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে যায় নদীর চেহারা।
তবে হঠাৎ পানি বাড়লেও বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ের বৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢল নামছে সোমেশ্বরীতে। তবে এখনো জেলার নদী-হাওর অঞ্চল শুকনো রয়েছে, ফলে বন্যার শঙ্কা নেই। পাশাপাশি ফসলেরও কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
স্থানীয়রা জানান, এমন আচমকা পানির বাড়বাড়ন্ত কিছুটা ভয় ধরালেও প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তিতে রয়েছেন তাঁরা।