
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম
দিনাজপুরে আলোচিত কৃষক ভবেশের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম

ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরল উপজেলার আলোচিত কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে নিহত ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত ভবেশ রায়ের সঙ্গে প্রধান আসামিসহ চারজনের আগে ভালো সম্পর্ক ছিল। তবে প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছ থেকে সুদে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন ভবেশ। সেই টাকা ফেরত আনাকে কেন্দ্র করে ভবেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে মানসিক চাপে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে জানান, “ভবেশ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসারে তদন্ত অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভবেশ চন্দ্র রায়কে চার যুবক তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় তার পরিবারকে জানানো হয়, ভবেশ অসুস্থ হয়ে পড়েছেন। রাত সোয়া ৯টার দিকে স্থানীয় বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।