
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামারগাঁও এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাহাদাত কামারগাঁও এলাকার বাসিন্দা ও মৃত কাজী ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ জানান, তাকে গ্রেপ্তার করে পরে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ইউপি চেয়ারম্যান শাহাদাতকে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাত পৌনে ১১টার দিকে তাকে থানায় আনা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।