
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৩ এএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির পর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপহরণকারী চক্রের প্রধান মোহাম্মদ রফিককে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন একটি পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটক রফিক স্থানীয় আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে টেকনাফের পাহাড়ে সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন, যার বিরুদ্ধে একাধিক অপহরণ, মাদক পাচার ও ডাকাতির মামলা রয়েছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়— একটি সংঘবদ্ধ চক্র পশ্চিম মহেশখালিয়া পাড়ার এক বসতঘরে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ টিম অভিযান চালায়। অভিযানের সময় ঘরটি ঘিরে ফেললে সন্ত্রাসীরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে চক্রের ৭-৮ জন সদস্য পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিককে আটক করা সম্ভব হয়।
রফিককে উদ্ধার করে প্রথমে হ্নীলা হেলথ কেয়ারে নেওয়া হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এখনো অভিযানের বাকি অংশ চলমান রয়েছে এবং পাহাড়ে সন্ত্রাসীদের উপস্থিতি দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।