
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০২:৩২ এএম
উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধ: কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম

ছবি: মুখে দাঁড়ি থাকা ব্যক্তি মোহাম্মদ ইকবাল এবং হাতের আঙ্গুল দেখানো ব্যক্তি ঘাতক মোহাম্মদ শরীফ।
কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইকবাল (৫৩) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) মধ্যরাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক এবং স্থানীয় মৃত গুরা মিয়ার ছেলে।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, নিহত ইকবালের দোকান ঘরের ভাড়াটে মোহাম্মদ শরীফ ওরফে বট্টলের (৪৫) সঙ্গে ইকবালের দীর্ঘদিন ধরে ভাড়া সংক্রান্ত বিরোধ চলছিল। মধ্যরাতে তর্কাতর্কির একপর্যায়ে শরীফ ইকবালকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। স্থানীয়দের চিৎকারে হামলাকারী পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
আহত অবস্থায় ইকবালকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।