
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম
স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে বিষপানে অন্তঃসত্ত্বা কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের মদনপুরে স্বামীর সঙ্গে বিরোধের জেরে বিষপান করে মিম আক্তার দিয়া (১৪) নামে এক অন্তঃসত্ত্বা কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় মিম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিমের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের মদনপুরের মাছের খামার এলাকায় বসবাস করছিলেন।
নিহতের মা আসমা বেগম জানান, প্রায় সাত মাস আগে মিমের বিয়ে হয় আবু সাঈদ নামে একজনের সঙ্গে। বিয়ের পর থেকেই মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। রোজার ঈদের আগে এক ঝগড়ার পর সাঈদ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সেখান থেকেই মোবাইল ফোনে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর মিম বিষপান করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মেয়েটি আর বেঁচে নেই। মেয়ের মৃত্যুতে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হবে।