
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম
শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল : রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনেক আগেই বিলুপ্ত হয়েছে, আর সেই নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন শেখ হাসিনা। এখন সময় এসেছে সেই নির্বাচনকে জাদুঘর থেকে ফিরিয়ে আনার। জনগণ এই দায়িত্ব দিয়েছেন ড. ইউনূসের উপর, আর তিনিই এই কাজটি সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) নাটোরে জিয়া পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রিজভী এসব কথা বলেন। ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী, এবং সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম।
রিজভী আরও বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনের দুর্বিষহ অবস্থা সহ্য করতে চায় না। তারা পরিবর্তন চায়—একটি শক্তিশালী, জবাবদিহিমূলক সরকার ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে। আর সেই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে।
সেমিনারের প্রধান বক্তা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “যারা মনে করেন জনগণ কিছুই বোঝে না, তারা ভুল করছেন। এই দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা ভোটাধিকার ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, “আপনারা যদি সাহসী হন, তাহলে এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কারণ তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা-তেই প্রয়োজনীয় সকল সংস্কারের রূপরেখা রয়েছে।”