
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:০২ এএম
সিরাজগঞ্জে পুকুরে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানাপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেছে চাচা-ভাতিজির। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-স্থানীয় বাসিন্দা মেনহাজের চার বছর বয়সী মেয়ে আলফা খাতুন এবং তার পাঁচ বছর বয়সী চাচা হোসেন আলী, যিনি আলহাজের ছেলে। পারিবারিক সম্পর্কে তারা চাচা-ভাতিজি হলেও বয়সে কাছাকাছি হওয়ায় একসঙ্গে খেলাধুলা করতেন।
স্থানীয় ব্যক্তি রাসেল রহমান জানান, বিকেলে বাড়ির পাশে খেলতে খেলতে হঠাৎ পুকুরে পড়ে যায় দুই শিশু। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবার ও এলাকাবাসী মিলে তাদের উদ্ধার করেন। ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং তদন্ত চলমান রয়েছে।