Logo
Logo
×

সারাদেশ

এখন কেউ চাইলেই ইমামকে বহিষ্কার করতে পারবে না : ধর্ম উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম

এখন কেউ চাইলেই ইমামকে বহিষ্কার করতে পারবে না : ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, মসজিদ পরিচালনায় শৃঙ্খলা আনতে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর ফলে এখন থেকে কেউ ইচ্ছামতো কোনো ইমামকে বরখাস্ত করতে পারবে না। একই সঙ্গে ইমাম নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে।

তিনি আরও জানান, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে তাদের জন্য ২০১৫ সালের সরকার ঘোষিত পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সরকার এবার ঢাকায় প্রতি বছর ৬৪ জেলার সেরা ইমাম ও মুয়াজ্জিনদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেবে।”

বর্তমান সরকারের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন মাত্র ৮ মাসে আমরা অনেক কার্যকর উদ্যোগ নিয়েছি। এবারের হজ খরচ আগের তুলনায় প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। এছাড়া এখন থেকে সরকারি খরচে কেউ হজে যেতে পারবে না।”

কওমি সনদের বাস্তবায়ন প্রসঙ্গে ড. খালিদ হুসাইন বলেন, “এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। তবে যারা এই সনদ ও এর সুযোগ-সুবিধা গ্রহণে আগ্রহী, আমরা তাদের সহায়তা দিতে প্রস্তুত। মাদরাসা হলো আল্লাহর এক রহমত। আর যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তখনই তার মর্যাদা বৃদ্ধি পাবে।”

‘আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া, আমিরপুর বানিয়াচং’ আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন মাদরাসার সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক শাহ নজরুল ইসলাম এবং মাওলানা জুনাইদ আহমেদ কাটখালীসহ দেশের খ্যাতনামা আলেমরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন