
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৬:০৮ এএম
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:২৯ পিএম

ছবি : সংগৃহীত
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় রুমেল (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রুমেল ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে এবং ঘটনার সরাসরি সম্পৃক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া রুমেল তদন্তে প্রাপ্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিহত আকরাম আলীর মরদেহ নিয়ে তালাইমারী শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার পেছনে ছিল বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তালাইমারী শহীদ মিনার চত্বরে আকরাম আলীর ওপর হামলা। অভিযোগ, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করলে কয়েকজন দুর্বৃত্ত আকরাম আলীকে মারধর করে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্তও আহত হন। পরে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—নান্টু (২৮), বিশাল (২৮), খোকন মিয়া (২৮), তাসিন হোসেন (২৫), অমি (২৫), নাহিদ (২৫) ও শিশির (২০)।
পুলিশ জানিয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।