
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম

ছবি : ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন এখনও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন
তবে তিনি আশাবাদী যে, সব পক্ষের সঙ্গে কাজ করার মাধ্যমে আরাকানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে এনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব হবে। কক্সবাজারে রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, যা বর্তমান সরকারের এক বিশাল কূটনৈতিক সফলতা। এ নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং ঈদের আগে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।
সভায় ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সব ধর্ম, নৃগোষ্ঠী এবং সংস্কৃতির একটি দেশ। বাংলা নববর্ষ উদযাপনের পর রাখাইন সম্প্রদায়ের সাংগ্রেং উৎসবে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে সকলকে শুভেচ্ছা জানান। এছাড়াও, তিনি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব তুলে ধরে রোহিঙ্গাদের সুশৃঙ্খল অবস্থান গ্রহণের পরামর্শ দিয়েছেন, যাতে তারা নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারে।
উৎসবের এই সময়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সকল পক্ষের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি।